কুতুবদিয়ার কৃতি সন্তানের আন্তর্জাতিক সম্মাননা লাভ

27/09/2012 00:16

বাংলাদেশী অধ্যাপকের আন্তর্জাতিক সম্মাননা

সম্প্রতি নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডীন অধ্যাপক গোলাম এম মাতবর ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’র (AIBS) ২০১২-২০১৬ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ডঃ মাতবর ২০০৮ থেকে ২০১২ সাল মেয়াদে উক্ত প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ, সুশাসন ইত্যাদি বিষয় উন্নয়নে স্কলার বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যৌথ প্রচেষ্টায় ১৯৮৮ সালে এই প্রতিষ্ঠানটি জন্মলাভ করে। AIBS-এর উদ্যোগে প্রতিবছর যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় থেকে গবেষক ও ছাত্রছাত্রীরা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ থেকেও খ্যাতিমান গবেষক ও শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে এসে সরেজমিনে সংশ্লিষ্ট দেশের  ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টি কালচার প্রত্যক্ষ করার পর তা নিয়ে গবেষণা করার সুযোগ পেয়ে থাকেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে স্কলার বিনিময়ের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন ধরনের ফেলোশিফ প্রদান করে থাকে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মাতবর জানিয়েছেন ফেলোশিপ কর্মসুচির আওতায় প্রতিবছর আমেরিকা থেকে কয়েক ডজন স্কলার বাংলাদেশে এসে ভাষা শেখেন এবং এ দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবহিত হন। চরম দারিদ্রকে পরাভূত করে জীবনকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষ কিভাবে অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে গবেষণা করেন এ সকল স্কলাররা। আগামী বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন ও শান্তি শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় বিষয়ের উপর গবেষণা কার্যক্রম জোরদারকরণে এই প্রতিষ্ঠান আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাক ব্যক্ত করেন ডঃ মাতবর। আগামী বছরই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে করণীয় নির্ধারনে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম আয়োজনসহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের প্রফেশনাল দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মশালা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।

প্রফেসর মাতবর ১৯৫৯ সালে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ‘নজর আলী মাতবর পাড়া’ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেনকুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এস. এস. সি. এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৭৭ সালে এইচ. এস. সি. পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে অনার্স ও মাস্টার্স করার পর কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স ও ক্যালগেরি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সামাজিক নীতির উপর ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ডঃ মাতবর নিজেকে দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যানেজমেন্ট ডেভেলপমেট প্রোগ্রাম’ শীর্ষক কোর্সটি কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। দুর্যোগ ব্যবস্থাপনায় ডঃ মাতবরের ‘সোস্যাল ক্যাপিটাল থিওরি’ আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত। তিনি যুক্তরাষ্ট্রের মনমাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভেলপমেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতোপুর্বে ডঃ মাতবর ‘কানাডিয়ান এ্যাসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’-এর ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন।

 

AIBS এর যোগাযোগের ঠিকানাঃ

US Office

Laura Hammond, Administrative Program Manager

Anne Naparstek, Fellowship and Language Coordinator

203 Ingraham Hall
1155 Observatory Drive
Madison, WI 53706
Tel: 608-261-1194
aibsinfo@aibs.net

ঢাকা অফিসঃ

Dhaka Center

ISLAM MOHD. AMIRUL TUHIN
Resident Coordinator,
House #433 (1st Floor), Road #30, D.O.H.S. Mohakhali
Dhaka-1206, Banglades
Office Cell: +88-01729-098920
Skype ID: aibs.dhk
Email: contact.aibs.dhk@gmail.com

 

নিবেদক,

https://www.monmouth.edu/~gmathbor

Description: email_signature

Golam M. Mathbor, Ph.D.                 

Professor and Associate Dean,                     

School of Humanities and Social Sciences

400 Cedar Avenue, West Long Branch, NJ 07764-1898, USA.

Back
Site Fights Spirit Counter

The Site Is Designed & Sponsored By Kamrul Islam Mishu Kutubi